বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত করলেন বিটিআরসির নবযোগদানকৃত চেয়ারম্যান
নতুন দায়িত্ব গ্রহণের প্রথম ছুটির দিনেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নবযোগদানকৃত চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ ।
সকালে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌঃ শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডুসহ বিটিআরসি’র উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। কবর জিয়ারত করে বিটিআরসি চেয়ারম্যান বঙ্গবন্ধুর পবিত্র সমাধির সামনে দাড়িঁয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরবর্তীতে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে যোগ দেন এবং ২০২২ সালের নভেম্বর থেকে কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বিটিআরসি’র চেয়াম্যান নিযুক্ত হন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।







